শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

নাগা-পল্লবী ৪ বছর পর আবারো একসঙ্গে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ৩১ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফের পর্দায় নাগা চৈতন্য ও সাই পল্লবী জুটি। প্রতীক্ষার প্রহর ভেঙে অবশেষে মুক্তি পেল এই জুটির অভিনীত ‘থান্ডেল’ সিনেমার ট্রেলার। নেট দুনিয়ায় মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলে ট্রেলারটি। এমনকি প্রশংসায় ভাসছেন ছবির কলাকুশলীরাও।

 

চান্দু মন্ডেটির পরিচালনায় নির্মিত ‘থান্ডেল’ চলচ্চিত্রটি ভারতের শ্রীকাকুলামের জেলেদের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত, যারা মাছ ধরার সময় দুর্ঘটনাক্রমে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করে এবং আটক হয় পাকিস্তানি বাহিনীর হাতে।

 

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিনেমার ২ মিনিট ২৩ সেকেন্ডের ট্রেলারটিতে নাগা ও সাইয়ের চরিত্রগুলোর মধ্যে গভীর বন্ধন দেখা যায়। তবে, গ্রামের লোকরা তাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে থাকে। একদিন রাজু (নাগা চৈতন্য) মাছ ধরার জন্য ভারত জলসীমা পেরিয়ে পাকিস্তান জলসীমায় গেলে বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়। এরপর তাকে আটক করে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

বিদেশের মাটিতে আটক থাকলেও রাজু দেশপ্রেমে অটল থাকেন এবং পরবর্তী সময়ের পরিক্রমায় সে একজন শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়। এভাবেই এগোতে থাকে ছবিটির কাহিনি।

 

চলচ্চিত্রটিতে নাগা চৈতন্য ও সাই পল্লবীর পাশাপাশি অভিনয় করেছেন সন্দীপ বেদ, কিশোর রাজু বশিষ্ঠ, শিবা আলাপতিসহ আরও অনেকে। এদিকে নাগা চৈতন্য ও সাই পল্লবী জুটিকে সবশেষ দেখা যায় ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ স্টোরি’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেছিলেন শেখর কামুলা। ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা ভারতীয় বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। তবে দীর্ঘ চার বছর পর সিনে-পর্দায় এই জুটিকে দেখে বেশ উচ্ছ্বাসিত দর্শকরা। থান্ডার সিনেমাটিও এ বছর বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর