রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

আমাদের আকাঙ্ক্ষা হলো একটা ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠিত হোক : দুদক চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২ সময় দেখুন

কুমিল্লা, ২৯ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন বলেছেন, প্রত্যাশিত ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠিত হলেও দুর্নীতি একেবারে নির্মূল হবে, এখনো সেটা মনে করি না। ‘আমরা দুর্নীতি অনেকটাই কমিয়ে আনতে পারব, তার জন্য দরকার আমাদের সদিচ্ছা।’

 

ড. আব্দুল মোমেন বলেন, ‘আমাদের আকাঙ্ক্ষা হলো একটা ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠিত হোক। সেই ন্যায়বিচারভিত্তিক সমাজ যদি গঠিত হতে হয়, তাহলে সেক্ষেত্রে দুর্নীতি একেবারে নির্মূল হবে এখনো সেটা মনে করি না। দুর্নীতি সেই পুরোনো আমলেও ছিল, অদূর ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা অনেকটাই কমিয়ে আনতে পারব। তার জন্য দরকার হলো আমাদের সদিচ্ছা।

 

‘আমরা বিশ্বাস করি, ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের ক্ষমতার প্রয়োগটা, আমরা যেটাকে অনুভব করি সেই প্রয়োগটা আমাদের কমিয়ে আনতে হবে।’ দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে সেই প্রত্যাশা করেন দুদক চেয়ারম্যান।

 

দেশে দুর্নীতি দমনের অগ্রগতি সম্পর্কে জানতে দুদকের স্বচ্ছতার দিকে নজর রাখলে জানা যাবে বলে মনে করেন দুদক চেয়ারম্যান। বলেন, ‘আমি সবাইকে বলব, আপনারা সবার আগে লক্ষ রাখবেন দুর্নীতি দমন কমিশনে আমরা যারা কাজ করছি, আমরা দুর্নীতিগ্রস্ত কি না। এটা যদি নিশ্চিত করতে পারেন তাহলে মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে।’

 

সেবাদাতা ও সেবাগ্রহিতার টানাপোড়েন নিয়ে ড. মো. আব্দুল মোমেন বলেন, ‘সংকটটা সেবাগ্রহিতাকে নিয়ে নয়, সেবাদাতাকে নিয়ে। সেবাগ্রহীতার প্রত্যাশা থাকতেই পারে। কিন্তু সেবাদাতা কতটা সদিচ্ছা রাখেন সেবা দিতে, সেটাই হলো বিষয় ‘

 

কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সারের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মো. আলী আকবর আজিজি, দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) হাফিজ আহসান ফরিদ এবং দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. আক্তার হোসেন।

 

এ ছাড়া কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান এবং সব সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর