ঢাকা, ২৮ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ রেলওয়ে কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ হয়েছে, তারপরও তারা কেন আন্দোলন করছেন?
তিনি বলেন, ‘রেলের কর্মচারীদের জন্য মানবিক কারণে যতটুকু করা দরকার করেছি। ওভারটাইম ইস্যুর সমাধান করা হয়েছে। এর বাইরে যেসব দাবি রয়েছে, সেগুলো পূরণ করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।’ এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়েও কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি। দেওয়া হবে কিনা, সে সিদ্ধান্তও হয়নি। বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে, তা অনেক আগের সিদ্ধান্ত ছিল।’
Leave a Reply