শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

ভোটার হওয়ার জন্য নারীদের উৎসাহিত করতে হবে : ইসি ব্রিগেডিয়ার (অব.) সানাউল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ সময় দেখুন

বীরগঞ্জ (দিনাজপুর), ২৮ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জন্মনিবন্ধন জটিলতার কারণে ভোটার তালিকার অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। কোনো কারণে কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। ভোটার হওয়ার জন্য নারীদের উৎসাহিত করতে হবে।

 

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বর্তমানে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ৩০ লাখ কম। বিশেষ করে ছবি তোলার কারণে অনেক নারী ভোটার হতে চায় না। এ ব্যাপারে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তা নিতে হবে।

 

কোনো বিদেশি যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে সতর্ক করে তিনি আরও বলেন, বিশেষ করে রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে এ ক্ষেত্রে সবাইকে সজাগ থাকতে হবে

 

পরিদর্শনকালে দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাবুউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পবিত্র চন্দ্র রায় ও ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর