ঢাকা, ২৭ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার সকালে আদালতে হাজির হয়ে নায়িকা বলেন, ‘আমার বিশ্বাস ছিল, সেই বিশ্বাস থেকেই এখানে আসা। আপনারা সবাই শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়েছেন। আমাকে নিয়ে আপনারা ভেবেছেন, সেটা দেখে নিজের কষ্ট ভুলে গেছি।’
পরীমনি আরও বলেন, ‘আপনাদের ভালোবাসায় আজ জামিন নিয়ে বাসায় ফিরছি। আমি একটি মামলা করলাম, তার পাল্টা মামলা করা হয়েছে। তবে আমি ন্যয়বিচার পাবো। সত্যের জয় হবেই।’
বোট ক্লাবে ভাঙচুর, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরীমনি। আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে রবিবার একই আদালত ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আসামিরা এদিন আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
এদিন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, রবিবার মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।’
আইনজীবী আরও জানান, পরীমনি সোমবার আদালতে আত্মসমর্পণ করবেন। সেই মতো আজ আদালতে হাজির হন অভিনেত্রী। এরপর আদালত তার জামিন মঞ্জুর করেন।
Leave a Reply