রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

দেশে চুরি-ছিনতাই বেড়েছে, একই সঙ্গে অপরাধীদের ধরাও হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ সময় দেখুন

ঢাকা, ২৬ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার সকালে ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হটলাইন) ০৯৬১২০২১৬৯০ নম্বর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে চুরি-ছিনতাই বেড়েছে, একই সঙ্গে অপরাধীদের ধরাও হচ্ছে।

 

তিনি বলেন, ‘পুলিশের স্বল্পতা নেই, সংগত কারণে উদ্যোমের কিছটা ঘাটতি রয়েছে। তবে পরিস্থিতির উন্নয়নে পুলিশসহ বিভিন্ন সংস্থা নিরলসভবে কাজ করছে।’

 

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০ জনের মতো বন্দি এখনও পলাতক আছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শীর্ষ সন্ত্রাসী যারা ইতোমধ্যে জামিন পেয়েছেন, তাদের আমরা মনিটরিং করছি। রাষ্ট্র ও সমাজবিরোধী কাজ করলেই তাদের গ্রেপ্তার করা হবে।’

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হটলাইন নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দির শারীরিক অবস্থা ও প্যারোলে মুক্তি সংক্রান্ত তথ্য জানা যাবে।’

 

এসময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, কারা উপমহাপরিদর্শক (ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার ও জেলার একেএএম মাসুম প্রমুখ।

 

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কারা প্রাঙ্গণে পৌঁছলে কারারক্ষীদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেন। এরপর তিনি কারাগারের ভেতরে পরিদর্শনে যান। উপদেষ্টা কারাগার ঘুরে দেখেন এবং বন্দিদের খোঁজ খবর নেন।

 

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবেশ ভালো। বন্দিদের সুযোগ-সুবিধাও ভালো। বন্দিদের জন্য নির্ধারিত পরিমাণে খাবার পরিবেশন করা হচ্ছে। তবে বর্তমানে বন্দির সংখ্যা বেশি সেকারণে কিছুটা সমস্যা হতে পারে, তবে সেটি সমাধানের চেষ্টা চলছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর