রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

আওয়ামী লীগ এখনো রাজনৈতিকভাবে পরাজিত হয়নি : মাহফুজ আলম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ সময় দেখুন

রামগঞ্জ (লক্ষ্মীপুর), ২৫ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (২৫ জানুয়ারি) লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ এখনো রাজনৈতিকভাবে পরাজিত হয়নি। তারা নিস্তেজ হয়নি। বরং দিল্লির কোলে বসে ফোঁস ফোঁস করছে এবং আবারও ছোবল মারার পরিকল্পনা করছে।

 

এসময় তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমাদের মধ্যে ঐক্যের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এটি আমাদের প্রজন্মের লড়াই, ছাত্র-জনতার লড়াই। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। আওয়ামী লীগ যদি আবারও দিল্লির কোলে বসে আমাদের দিকে ছোবল মারার চেষ্টা করে, তাহলে আমরা বসে থাকব না। আমরা কারও কাছে মাথানত করব না।

 

মাহফুজ আলম তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, বাংলাদেশে সেনাশাসন আসার কোনো প্রেক্ষাপট নেই। আমরা কোনো বিদেশি রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। ছাত্র-জনতার রক্ত দিয়েই আমরা এ লড়াই জিতেছি। আর কখনো কারো তাঁবেদারি করার প্রয়োজন নেই। আমরা স্বাধীন এবং সার্বভৌম জাতি, কারও কাছে মাথানত করব না।

 

গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ও রামগঞ্জের গর্বিত সন্তান মো. মাহফুজ আলম তার সংক্ষিপ্ত সফরে আজ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যান। বিকেল ৩টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি সংবর্ধিত অতিথি হিসেবে যোগ দেন। রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ছিল উৎসবমুখর। সংবর্ধনা শেষে তিনি শীতার্ত নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর