চাঁদপুর, ২৫ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র-জনতার সঙ্গে পথসভা ও শুভেচ্ছা বিনিময়কালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যদি তারা আবার ফেরত আসে, তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে।’
মাহফুজ আলম বলেন, ‘বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থি আছেন, তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্যদিয়ে, সকল দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন।’
তিনি বলেন, ‘আমরা আর শেখ মুজিব-শেখ হাসিনা ফ্যাসিবাদীদের শাসনামল চাই না। আমরা চাই এই দেশ বাংলাদেশপন্থিদের হাতে থাকবে।’
এসময় চাঁদপুর ও হাজীগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply