স্পোর্টস ডেস্ক, ১৪ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ নারী ক্রিকেট দল এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। ২০ জানুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সফর। তবে এই সফর শুরু হওয়ার আগে আলোচনা শুরু হয়েছে নারী ক্রিকেট দলের সঙ্গে সরকারী কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিয়ে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া সরকারি অনুমতিপত্রে (জিও) ৩০ সদস্যের দলের তালিকায় ২১ খেলোয়াড় ছাড়াও ৯ কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ডকুমেন্টেশন কাম লিঁয়াজো অফিসার মো. রুহুল আমিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।
প্রধান কোচ হিসেবে দলের নেতৃত্ব দেবেন হাসান প্রশান্ত তিলকারত্নে। সঙ্গে থাকবেন স্পিন বোলিং কোচ দিনুক সুলাকাশানা, টিম অপারেশন্স ম্যানেজার এসএম গোলাম ফাইয়াজ, পারফরম্যান্স অ্যানালিস্ট মো. রাশেদ ইকবাল, ফিজিও তানসিন আবদুল তায়েব, এবং ট্রেনার শামসুল হুদা। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই অন্তর্ভুক্তি নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠেছে। বিশেষত, জাতীয় ক্রীড়া পরিষদের একজন ডকুমেন্টেশন অফিসারের অন্তর্ভুক্তি অনেককেই বিস্মিত করেছে।
ক্রীড়াপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে, ব্যয়বহুল এই সফরে প্রকৃত প্রয়োজনীয়তার চেয়ে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব কি কাজ করছে। বিশেষত, জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট সংশ্লিষ্ট কোচ কিং
Leave a Reply