স্পোর্টস ডেস্ক, ০৫ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ক্রিকেটে চোখ কপালে ওঠার মতোই বিভিন্ন ঘটনা ঘটে প্রতিনিয়ত। এবার সেরকমই এক ঘটনার সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টানা সেঞ্চুরির পর সেঞ্চুরি। যেন আউট হওয়ার বিষয়টি ভুলেই গিয়েছিলেন ভারতের ব্যাটার করুন নায়ার। একটানা চার ম্যাচে অপরাজিত থাকার পর রেকর্ড ৫৪২ রান করে অবশেষে পঞ্চম ম্যাচে আউট হয়েছেন এই ডানহাতি ব্যাটার।
৫০ ওভারের ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড এখন নায়ারের দখলে। পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরির মাধ্যমে তিনি ৫৪২ রান করেছেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন মাইলফলক।
আউট না হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড এত দিন ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের। ২০১০ সালে ৫২৭ রান করেছিলেন তিনি আউট না হয়ে।
গত বছরের ২৩ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন নায়ার। সেই ম্যাচে ১১২ রানের অপরাজিত ছিলেন তিনি। পরের ম্যাচ ছিল ছত্তিশগড়ের বিপক্ষে। মাত্র ৮১ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত থাকেন ৪৪ রানে।
পরের ম্যাচেই আবার বিধংসী হয়ে উঠেন নায়ার। চণ্ডীগড়ের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন তিনি। এই ম্যাচে অপরাজিত ছিলেন ১৬৩ রান করে। তার এমন ব্যাটিংয়ে ৩১৬ রান ৪৮ ওভারের মধ্যে তাড়া করে জিতে যায় বিদর্ভ।
এরপর তামিল নাড়ুর বিপক্ষেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। এদিন ১১১ রানের ইনিংস খেলেন নায়ার। আর গতকালের ম্যাচটি ছিল উত্তর প্রদেশের বিপক্ষে, এই ম্যাচেও তার দল জিতেছে।
Leave a Reply