স্পোর্টস ডেস্ক, ০৪ জানুয়ারি২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): নিঃসঙ্গ শেরপার মতো একাই লড়ে সেঞ্চুরি করলেন থিসারা পেরেরা। তবুও ঢাকা ক্যাপিটালসে জেতাতে পারলেন না শ্রীলঙ্কান ব্যাটার। তাই প্রতিপক্ষ বদলে গেলেও ঢাকার ভাগ্যে কোনো পরিবর্তন নেই। যার ফল বিপিএলে তিন ম্যাচ খেলে টানা তৃতীয় হার।
আজ নায়ক শাকিব খানের দলকে হ্যাটট্রিক হারের তিক্ত স্বাদ দিয়েছে খুলনা টাইগার্স।
ঢাকার ২০ রানের হারটি আরো বড় হতে পারত। সেটা হতে দেননি দলের অধিনায়ক পেরেরা। শেষ দিকে অনবদ্য ১০০ রানের ইনিংস খেলে দলের পরাজয় কমিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার।
৬০ বলের দুর্দান্ত ইনিংসটি সাজান ৯ চার ও ৭ ছক্কায়। স্বদেশি চতুরাঙ্গা ডি সিলভার সঙ্গে সপ্তম উইকেটে গড়েন ১১২ রানের অপরাজিত জুটি।
যেখানে বাঁহাতি ব্যাটার সিলভার অবদান শুধু ১১ রান। সিলভা যদি তার সঙ্গে তাল মেলাতে পারতেন তাহলে ম্যাচটাই জিততে পারত ঢাকা।
তাই খুলনাকে ভয়ই পাইয়ে হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বিপিএলে প্রথম সেঞ্চুরি করা পেরেরাকে। আজকের দিনটা অবশ্য সেঞ্চুরির। এর আগে দিনের ম্যাচে চিটাগাং কিংসের হয়ে বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন উসমান খান। পাকিস্তানি ব্যাটার দলের জয় নিয়ে মাঠ ছাড়লেও পেরেরার কপালে তা জোটেনি।
এর আগে ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিং ধসে পড়ে ঢাকা।
Leave a Reply