শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:১১ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই প্রোটিয়া মাফাকার ইতিহাস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০৩ জানুয়ারি২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):  ২০০৩ সালে যখন কেপটাউনের নিউল্যান্ডসে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা, তখনও জন্মই হয়নি কোয়েনা মাফাকার। অথচ শুক্রবার (৩ জানুয়ারি) এই মাঠেই টেস্ট অভিষেক হলো এই পেসারের।

১৮ বছর ২৭০ দিন বয়সে টেস্টে অভিষিক্ত মাফাকা এখন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে কমবয়সি পেসার।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে এরই মধ্যে রঙিন পোশাকের দুই ফরম্যাটে অভিষেক হয়েছে মাফাকার। দুটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টিও খেলা হয়েছে দেশের জার্সিতে। এবার ক্রিকেটের অভিজাত ফরম্যাটে পথচলা শুরু হলো তার।

সাদা পোশাকে অবশ্য ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি অভিজ্ঞতা নেই মাফাকার। এখনও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এই শিক্ষার্থী প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মোটে তিনটি।

এদিকে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নাম লিখিয়েছে তারা। ফলে সিরিজের দ্বিতীয় ও টেস্টটি তাদের জন্য ততটা গুরুত্ব বহন করছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর