শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাক বিস্ফোরণে নতুন রহস্য

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৫২ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৩ জানুয়ারি২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):  লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে টেসলার একটি সাইবারট্রাক বিস্ফোরণে নতুন রহস্য তৈরি হয়েছে। কারণ বিস্ফোরণে নিহত ব্যক্তি মার্কিন বিশেষ বাহিনীর সক্রিয় দায়িত্বরত সৈনিক ছিলেন। তার গাড়িটি বিস্ফোরণের আগে তিনি নিজেকে গুলি করে হত্যা করেন। বিস্ফোরণের ঘটনায় আরও সাতজন আহত হন।

লাস ভেগাসে পুলিশ জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলাকারী সন্দেহভাজনের মতো লাস ভেগাসের বিস্ফোরণে নিহত ব্যক্তিও মার্কিন সেনাবাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। কলোরাডোর বাসিন্দা ম্যাথিউ অ্যালান লিভেলসবার্গার (৩৭) ওই গাড়ির চালক ছিলেন। তিনি ওই গাড়িটি ভাড়া নিয়েছিলেন।

পুলিশ আরও জানায়, লিভেলসবার্গারের মৃত্যুর কারণটি একটি স্ব-প্ররোচিত বন্দুকের গুলি।

 

তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। নববর্ষের দিনে জ্বালানি ক্যানিস্টার এবং আতশবাজিতে ভরা গাড়িটি বিস্ফোরিত হলে সাতজন আহত হন। তারা সামান্য পরিমাণ আহত হয়েছেন।

লিভেলসবার্গার সেনাবাহিনীর এলিট গ্রিন বেরেটস ইউনিটের সদস্য ছিলেন।

এই বিশেষ বাহিনী গেরিলা যুদ্ধ ও অসাধারণ যুদ্ধকৌশলে দক্ষ। সন্ত্রাসীদের মোকাবিলায় তারা বিশেষ পদ্ধতি ব্যবহার করে অভিযান পরিচালনা করে। ২০০৬ সাল থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন লিভেলসবার্গার এবং কর্মক্ষেত্রে বিভিন্ন পদমর্যাদা অর্জন করেছেন। মৃত্যুর সময় তিনি ছুটিতে ছিলেন।

কর্মকর্তারা আরও জানান, লিভেলসবার্গার একজন সক্রিয় সেনাসদস্য ছিলেন; যিনি নর্থ ক্যারোলিনায় অবস্থিত ফোর্ট ব্রাগ ঘাঁটিতে সময় কাটিয়েছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর