শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

নিহত-আহতদের সহযোগিতা পেতে চিকিৎসকদের সত্যায়িত কপি লাগবে: সারজিস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৫১ সময় দেখুন

ঢাকা, ০১ জানুয়ারি২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে যারা নিহত ও আহত হয়েছেন, তাদের জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে সহযোগিতা পেতে হলে হাসপাতালের চিকিৎসাপত্রের সত্যায়িত কপি লাগবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলেনে নিহত ও আহতদের সহযোগিতা দেওয়া হচ্ছে। স্বচ্ছতার জন্য আহতদের হাসপাতালে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়িত লাগবে। কারণ, অনেকে চিকিৎসাপত্র জালিয়াতি করে সুযোগ সুবিধা নিতে চেয়েছিল। আন্দোলনে সম্পৃক্ত নয়, এমন অনেকে সুযোগ-সুবিধা নিতে এসেছেন বলে অভিযোগ রয়েছে।
চলতি (জানুয়ারি) মাসে শহিদ পরিবারগুলোকে আবারও বড় অংকের আর্থিক সহযোগিতা করা হবে বলেও জানান সারজিস।
তিনি বলেন, জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা সরকারি মতে ৮২৬ জন। তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহিদ পরিবার।
ফাউন্ডেশনের তহবিলে কত টাকা আছে এবং কত সহযোগিতা দেওয়া হয়েছে- তার হিসাবও দেন সারজিস।
তিনি জানান, ব্যাংকে জমা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেওয়া হয়েছে প্রায় ৪৭ কোটি ৩২ লাখ টাকা।এখনও ৬১ কোটি টাকার মতো অ্যাকাউন্টে আছে। এছাড়া আন্দোলনে আহত ১১ হাজার ৩০৬ জনের মধ্যে এক হাজার ৬০১ জনকে সহযোগিতা দেওয়া হয়েছে।
সারজিস বলেন, আমরা সরকারের কাছে আহতদের একটা লিস্ট চেয়েছিলাম, তারা এটি দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর