রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

বিনোদিনী ইতিহাস গড়ল: দেব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ০১ জানুয়ারি২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): নতুন বছরে নতুন রূপে আরও একটি সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন টালিউডের পাওয়ার কাপল জুটি অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও অভিনেতা দেব। বড়পর্দায় নটী বিনোদিনীর জীবনী নিয়ে দেব-রুক্মিণী মৈত্র অভিনীত সিনেমা বক্স অফিসে মুক্তি পেতে চলেছে। আগামী ২৩ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এটি প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং পরিচালনায় আছেন রাম কমল মুখার্জি।
সুদীপ্তা চক্রবর্তীর কাছে দীর্ঘদিন চর্চা করে রুক্মিণী চরিত্রটি সিনেমায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সেই সঙ্গে অভিনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রোধ করেছিলেন, যাতে নটী বিনোদিনীর স্মৃতি ধন্য স্টার থিয়েটারের নাম বদলে তার নামে রাখা যায়। কিছু দিন আগে মুখ্যমন্ত্রী সেই অনুরোধ রেখেছেন।
এরপরই এ সুখবর প্রকাশ্যে আসতেই রুক্মিণী সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে লিখেছেন— অনেক ধন্যবাদ। আমি খুশি যে আমি আমার কথা রাখতে পেরেছি। আমি দিদির (মমতার) কাছে কৃতজ্ঞ যে উনি এটা করতে রাজি হয়েছেন। আমি ওর কাছে চিরঋণী হয়ে থাকব।
রুক্মিণী মৈত্রের এই টুইট রিটুইট করেন অভিনেতা দেব। প্রেমিকার গর্বে গর্বিত অভিনেতা তার প্রশংসা করে লিখেছেন—খুব গর্বিত তোমায় নিয়ে এটা করতে পারার জন্য। তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ। আমার বিনোদিনী ইতিহাস গড়ল।
এদিন দেবের এই টুইট আবার রিটুইট করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তিনি তার পোস্টে লিখেছেন—ধন্যবাদ দেব আমার ওপর সবসময় বিশ্বাস রাখার জন্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর