রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

পটুয়াখালীতে তারুণ্যের উৎসবের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ সময় দেখুন

নতুন বাংলাদেশ গড়া ও জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে সারাদেশে শুরু হয়েছে প্রায় দুই মাস ব্যাপী তারুণ্যের উৎসব।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে পটুয়াখালীতে উৎসবের উদ্বোধন উপলক্ষে সকালে সার্কিট হাউস থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়ে।

পরে সেখানে বর্নিল আয়োজনে বেলুন ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ কবির হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দলের প্রতিনিধি, যুব সংগঠনের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

উৎসবের আওতায় যুবদের দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক ও জনকল্যাণমুখী কর্মসূচী পালন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর