বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

সচিবালয়ে আগুন: ডিসি তানভীর বদলি, দায়িত্ব পেলেন ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ সময় দেখুন

ঢাকা, ৩০ ডিসেম্বের ২০২৪ইং  (ঢাকা টিভি রিপোর্ট): সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সচিবালয় নিরাপত্তা বিভাগের ডিসি) এম তানভীর আহমেদকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেন। আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে এ রদবদল করা হয়।

 

এতে বলা হয়েছে, বুধবার গভীররাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিসি তানভীর আহমেদকে বদলি করা হয়েছে। একই আদেশে বিল্লাহ হোসেনকে পদায়নের কথাও জানানো হয়।

 

এর আগে গত বুধবার গভীররাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় প্রায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় অবস্থিত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর