রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ৩০ ডিসেম্বের ২০২৪ইং  (ঢাকা টিভি রিপোর্ট): টেস্টে দারুণ এক নাটকীয় ম্যাচ উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচটি শেষ পর্যন্ত রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছে। লক্ষ্য মাত্র ১৪৮। জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এমন সমীকরণ নিয়ে এই ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে মহা বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।

 

পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের তোপে ধুঁকতে থাকে প্রোটিয়া ব্যাটাররা। ৯৯ রানে হারায় ৮ উইকেট। তবে কাগিসো রাবাদা এবং মার্কো ইয়ানসেনের ব্যাটে ভর করে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

 

বর্তমানে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলটি। দুইয়ে আছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দলের পয়েন্ট ৫৮.৮৯। আর তিনে থাকা ভারতের পয়েন্ট শতাংশ ৫৫.৮৮। এখন পর্যন্ত ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছে তারাই। তবে চারে থাকা শ্রীলংকাও ক্ষীণ আশা নিয়ে অপেক্ষা করছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য।

 

মেলবোর্নে বর্তমানে বোর্ডার-গাভাস্কার সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে ভারত ও অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টের ৩য় ইনিংসে এরইমাঝে ৩৩৩ রানের লিড নিয়ে ফেলেছে তারা। বাকি আছে ৫ম দিনের রোমাঞ্চ। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার ফাইনালে উঠে যাওয়ার খবরটা নিশ্চিতভাবেই বেশ চাপ বাড়াবে ভারতের ওপর। যদিও এই একই খবর খানিক স্বস্তি দেবে অস্ট্রেলিয়াকে।

 

দেখে নেয়া যাক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে কোন দলের সামনে কেমন সমীকরণ অপেক্ষা করছে

 

ফাইনালে যেতে অস্ট্রেলিয়ার অঙ্ক

 

বোর্ডার গাভাস্কার সিরিজ জিতলেই লর্ডসের ফাইনালে যাবে অস্ট্রেলিয়া।

 

সিরিজ ড্র হলে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ১ ম্যাচে জয় দরকার অজিদের।

 

শ্রীলঙ্কার সামনে ক্ষীণ আশা

 

বোর্ডার-গাভাস্কার সিরিজে ১-১ সমতায় শেষ হতে হবে। বিপরীতে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে হবে লঙ্কানদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর