মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ : নিহত বেড়ে ৬

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ সময় দেখুন

শেরপুর, ২৯ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় জোড়া পাম্পের পাশে রিফাত পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। এর মধ্যে তিন নারী ও তিন পুরুষ রয়েছেন। তবে এখনো কারও নাম-পরিচয় জানা যায়নি।

 

এ সময় অটোরিকশার ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারকাজে তাদের সহায়তা করেন স্থানীয়রা।

 

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জুবায়দুল বলেন, রবিবার সাড়ে ১১টার দিকে নকলা থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস রিফাত পরিবহন শেরপুর জেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালকসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ‘কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন নারী ও তিনজন পুরুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর