রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

সিনেমার গল্পের মতো বিবাহবিচ্ছেদের পর আবারও একসঙ্গে বেন-জেনিফার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ সময় দেখুন

বিনোদন ডেস্ক,২৯ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেক ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। বছরের শেষ ভাগে এসে চমকে দিলেন ভক্তদের। সিনেমার গল্পের মতো ঘটালেন এক ঘটনা। বছরের শুরুতে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে বছরের শেষে এসে আবার হলের এক। কাটাচ্ছেন নিজেদের মতো করে সময়। খবর: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

 

সম্প্রতি তাদের দুজনকে ওয়েস্ট হলিউডের সোহো হাউজে দেখা যায়। যেখানে তারা একে অপরের সঙ্গে ক্রিসমাস গিফট বিনময় করেন। একসঙ্গে তাদের ৩০ মিনিটরে মতো দাঁড়িয়ে কথা বলতেও দেখা যায়। সে সময়ের তাদের বেশকিছু ছবি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত হয়েছে।

 

তাদের এমন ছবি প্রকাশের পর অনেক ভক্তর মনেই প্রশ্ন ওঠে তাহলে আবারও কি এক হচ্ছেন জনপ্রিয় এই জুটি! আসলে ঘটনাটি মোটেও এমন নয়। মূলত জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক ক্রিসমাস উপহার বিনিময়ের জন্য এদিন এক হয়েছিলেন। সেখানে দেখা যায়, লোপেজ এবং বেন তাদের পরিবারের সবাইকে নিয়ে লস অ্যাঞ্জেলসে ছুটির দিনগুলো উপভোগ করছেন।

 

জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদের ঘোষণা আসে চলতি বছরের শুরুর দিকে। তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া এখনও চলমান।

 

এর আগে ২০২২ সালে জর্জিয়াতে বেন ও লোপেজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৫৫ বছর বয়সী গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ চলতি বছরের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন। তবে তারা এখনো নিজেদের বন্ধুত্বের সম্পর্ক ধরে রেখেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর