শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পরিচালক সৌম্যজিৎ গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ সময় দেখুন

বিনোদন ডেস্ক,২৯ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টালিউড পরিচালক সৌম্যজিৎ আদক। দক্ষিণ কলকাতার এক উঠতি অভিনেত্রী অভিযোগ এনেছেন, কাজ দেওয়ার নাম করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন সৌম্যজিৎ।

 

ওই অভিনেত্রীর অভিযোগ, রবীন্দ্র সরোবর এলাকায় একটি বুটিক ব্যবসার সঙ্গে যুক্ত সৌম্যজিৎ। কাজ দেওয়ার কথা বলে সেখানেই তাকে ডেকে শারীরিকভাবে হেনস্তা করেন পরিচালক।

 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘যদিও টালিউড পরিচালক প্রাথমিকভাবে ওই উঠতি অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করছেন।’

 

পুলিশ জানিয়েছে, মেয়েটির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের পর গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে দেখা হচ্ছে। সৌম্যজিৎ প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করছেন। তার কথার সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে। এফআইআর অনুযায়ী, আগস্ট মাস নাগাদ ঘটনাটি ঘটেছে, ৪ ডিসেম্বর অভিযোগ দায়ের হয়েছে।

 

সৌম্যজিতের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম না। এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার এই ধরনের নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে পুলিশ কেস হয়নি এর আগে।

 

সৌম্যজিৎ আদক একাধিক ছবিতে পরিচালনা এবং সহ-পরিচালনা করেছেন। তাঁর শেষ পরিচালিত ছবি ছিল, ‘তিলোত্তমা’। অভিনয়ে ছিলেন- পরাণ বন্দ্যোপাধ্যায়, নীল-তৃণা। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘গুলদাস্তা’ ছবির ক্রিয়েটিভ প্রোডিউসারও ছিলেন সৌম্যজিৎ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর