শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

ওলমোকে জানুয়ারি থেকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ২৯ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): মৌসুমের শুরুতেই স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। তবে বার্সেলোনার হয়ে দানি ওলমোর মৌসুমের দ্বিতীয়ভাগে খেলা নিয়ে আশঙ্কা জেগেছে। এই স্প্যানিশ ফরোয়ার্ডকে নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে। মৌসুমের শেষ পর্যন্ত তার নিবন্ধন বাড়ানোর জন্য আবেদন করেছিল বার্সা। সেটি বাতিল করে দিয়েছে আদালত।

 

৫ কোটি ৭০ লাখ ট্রান্সফার ফিতে লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেন ওলমো। প্রায় ১০ বছর পর তিনি পুরোনো ঠিকানায় ফিরলেও, ক্লাবের আর্থিক দুরাবস্থার কারণে তাকে লা লিগায় নিবন্ধন করাতে পারছিল না কাতালান ক্লাবটি।

 

পরে আন্দ্রেস ক্রিস্টেনসেন চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে পড়লে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওলমোর অস্থায়ী নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। ২০০৭-২০১৪ পর্যন্ত ক্লাবটির যুব একাডেমিতে খেলা এই ফুটবলারের নিবন্ধনের জন্য আদালতে আবেদন করে বার্সেলোনা। তবে তা খারিজ হয়ে গেছে।

 

২০২৩ সালে মূল দলে মিডফিল্ডার গাভিকে নিবন্ধন করা নিয়েও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল বার্সেলোনা। তবে সেবার আদালতের রায় তাদের পক্ষে গিয়েছিল। তবে এবারের রায় তাদের বিপক্ষে গেছে।

 

মৌসুমের জন্য লা লিগায় বার্সেলোনার বার্ষিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪২ কোটি ৬০ লাখ ইউরো। তারা সেই সীমা পার করে ফেলেছে। যার ফলে নতুন খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে বিধিনিষেধের মুখোমুখি হতে হচ্ছে তাদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর