রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয়গাঁথা চিটাগাং কিংসের জার্সিতে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ২৭ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের মাঠের লড়াই। বিপিএল ঘিরে এখন থেকেই শুরু হয়েছে উন্মাদনা। নতুন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিপিএল রূপ নিয়েছে তারুণ্যের উৎসবে।

 

টুর্নামেন্টের লোগো থেকে উদ্বোধনী অনুষ্ঠান, সবখানেই জায়গা পেয়েছে জুলাই-আগস্টের অভ্যুত্থান। ছাত্র-জনতার বুকের রক্তে ফ্যাসিবাদের পতন। সেই স্মৃতিকে ধারণ করেই এবারের বিপিএলে জার্সির নকশা করেছে চিটাগাং কিংস।

 

দেশের সবচেয়ে জমজমাট ক্রিকেট লিগ উপলক্ষে এবার জার্সি উন্মোচন করেছে অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল চিটাগাং কিংস। ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয়গাঁথা ফুটিয়ে তোলা হয়েছে এক দশক পর ফেরা চিটাগাং কিংসের জার্সিতে।

 

বুধবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিংসের পেজ থেকে জার্সির ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম- হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন। তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের। নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগাং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যূদয়ের গল্প বলবে এই জার্সি।’

 

বিপিএলে চিটাগাং কিংসের কোচের দায়িত্বে আছেন শন টেইট। এই সাবেক অজি স্পিডস্টার এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। শিরোপাকে পাখির চোখ করে এবার দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শামিম পাটোয়ারি, শরিফুল ইসলাম পারভেজ হোসেন ইমন, আলিস আল ইসলাম, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলামরা চিটাগাং কিংসের হয়ে মাঠ মাতাবেন। মঈন আলি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো বিদেশি খেলোয়াড়কেও দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। আসরের দ্বিতীয় দিনেই মাঠে নামবে চিটাগাং কিংস। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর