শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

মেজর হাফিজ ও আলতাফ হোসেন নাশকতার মামলা থেকে খালাস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ সময় দেখুন

ঢাকা, ২৩ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ চৌধুরী বীরবিক্রম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপি ও জামায়াতের ৮৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

 

নাশকতার পৃথক তিন মামলায় সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এ রায় দেন। রায়ে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন বলে উল্লেখ করা হয়েছে।

 

মেজর হাফিজ ও আলতাফ হোসেনের বিরুদ্ধে হওয়া মামলার নথি সূত্রে জানা যায়, এ মামলায় মোট ১০ জনকে খালাস দেয়া হয়েছে। মামলাটিতে খালাসপ্রাপ্ত বাকি আসামিরা হলেন- আউয়াল খান, গাজী খায়রুজ্জামান, মোশাররফ হোসেন, জালাল শিকদার, মো. লিটন, ইব্রাহিম খালেদ মোর্শেদ ও জসিম উদ্দিন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৬ জুন রাতে রাজধানীর গুলশান এলাকায় হরতালের সমর্থনে একদল নাশকতাকারী একটি বাসে আগুন দেয়। এ ঘটনায় বাস মালিক বোরহান উদ্দিন বাদী হয়ে গুলশান থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই মো. মনিরুজ্জামান আকন্দ আদালতে চার্জশিট দাখিল করেন। এতে মেজর হাফিজ ও আলতাফ হোসেনসহ ১০ জনকে আসামি করা হয়। এরপর ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত।

 

এদিকে, সোমবার একই আদালত ৯ বছর আগে করা নাশকতার এক মামলায় ৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে খালাস দিয়েছেন। মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ অক্টোবর পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ বিশ্বাস বাদী হয়ে নাশকতার অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলাটি করেন।

 

এছাড়া একই সময় একই আদালত ১১ বছর আগে করা যাত্রাবাড়ী থানার আরেক মামলায় বিএনপি জামায়াতের ৬৮ জনকে খালাস দিয়েছেন। মামলাটির সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ অক্টোবর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে এ মামলা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর