শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্রের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ সময় দেখুন

ঢাকা, ২০ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা দাবি জানিয়েছেন তার সহপাঠীরা।

শুক্রবার দুপুরে পলাশীর মোড় এলাকায় সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরা হয়।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) গভীররাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা মাসুদকে চাপা দেয় একটি প্রাইভেটকার। এতে মাসুদ নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন তার সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা।

এ ঘটনায় মুবিন আল মামুন (২০), তার বন্ধু মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সময় প্রাইভেটকারটি চালাচ্ছিলেন মুবিন আল মামুন, তিনি সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে।গাড়িটির নিবন্ধনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে।

সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থী তূর্য বলেন, ‘অতীতেও আমরা দেখেছি যে অপরাধী যদি প্রভাবশালী হয়, তাহলে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে, ভিক্টিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে, হুমকি-ধামকি দিয়ে, ভিক্টিমের পরিবারকে মামলা না করার জন্য চাপ প্রয়োগ করে।প্রাথমিকভাবে মামলা হলেও পরবর্তীতে বিভিন্ন ধাপে মামলা তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাব খাটায় কিংবা আরও নানাভাবে ছাড় পেয়ে যায়। এটা আমরা হতে দিতে পারি না কখনোই।’

তিনি বলেন, ‘আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতিসত্বর বিচার চাই। যেকোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক।’

সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- ১. যেকোনো মূল্যে এই ‘হত্যাকাণ্ডের’ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ২. আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বিবাদী পক্ষকে বহন করতে হবে।৩. নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। ৪. তদন্তে কাজে বাধা দেওয়ার চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।৫. আহতদের স্বাভাবিক জীবনে ফেরানোর বিষয়ে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।৬. সড়ক দুর্ঘটনার কারণে যাতে আর কারো প্রাণ না ঝরে, সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও যেসব শিক্ষার্থী উপস্থিত ছিলেন, তারা তাদের নাম প্রকাশ করতে চাননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর