রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

আ.লীগ ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে: আসিফ নজরুল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ সময় দেখুন

ঢাকা, ১৮ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রবাসীদের পছন্দের ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে আওয়ামী লীগ লুট করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

 

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দুবাইয়ে আন্দোলন করে মুক্তি পাওয়া বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়ে আসিফ নজরুল বলেন, আমি যখন বিদেশ যাই, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠানোর কথা বলে। তারা হাড়ভাঙা পরিশ্রম করে টাকা পাঠান। ফ্যাসিবাদের দোসররা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে পঙ্গু করে দিয়েছে।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার ২৬ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। অভিবাসন ব্যয় কমাতে সরকার কাজ করছে।

দূতাবাসগুলো ঠিক মতো কাজ করছে না উল্লেখ করে তিনি বলেন, বিদেশি দূতাবাসে হয়রানির শিকার হতে হয়, যার দায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জুলাই অভ্যুত্থানে বড় অংশীজন ছিলেন প্রবাসীরা। প্রকল্পগুলোতে বিদেশি কর্মী না এনে অভিজ্ঞ, প্রশিক্ষিত প্রবাসীদের দেশে আনার আহ্বান তার। সরকার গঠনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথাও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর