শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

ফরিদপুরের সদরপুরে ভরনপোষণ কথা বলে  প্রতিবন্ধীর জমি আত্মসাৎ এর অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০২ সময় দেখুন

মোঃ মামুন মিঞাফরিদপুর, ২৪ অক্টোবর  ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  ফরিদপুরের সদরপুরে   ভরণপোষণের দায়িত্ব নেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতিবন্ধীর জমি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাররশি গ্রামের মৃত্যু মেঘনাথ ঘোষের প্রতিবন্ধী পুত্র স্বপন ঘোষ  নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন।

 

সংবাদ সম্মেলনে  শাররীক প্রতিবন্ধী স্বপন ঘোষ বলেন, আমার পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তি থেকে চাররশি মৌজার ২৭৪ নং খতিয়ানে বি,এস  ৪ নং দাগে ২৫ শতাংশ বসতভিটার জমি রয়েছে।

 

আমার  ভাতিজা সম্পর্কের এই ছেলেটি, ভাংগা উপজেলার  নওপাড়া গ্রামের  শংকর কুমার দে এর পুত্র নিতাই চন্দ্র দে গত ৪/১০/২০১৮ সালে আমাকে ভরনপোষনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দলিলমূলে দান পত্র রেজিস্ট্রি করে নেয়।

 

স্বপন ঘোষ আরো বলেন , আমার কোন স্ত্রী সন্তান নেই, জমি রেজিস্ট্রী করে নেওয়ার পর থেকে  নিতাই চন্দ্র দে আমার আর কোন খোঁজ খবর নেয়নি।

 

বর্তমানে আমি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছি। নিতাই চন্দ্রদের নিকট ভরনপোষন চাইলে আমাকে গালিগালাজ করে  এবং হুমকি ধামকি দেয়।

 

বর্তমানে আমার দানীয় সম্পত্তি  বিক্রির পায়তারা করছে বলে কান্না জড়িত কন্ঠে অভিযোগ করেন।

 

আমি আপনাদের মাধ্যমে সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি আমার দান রেজিস্ট্রি বাতিল করে প্রতারকের নিকট থেকে আমার সম্পত্তি ফেরত দেওয়া হয়। এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যাক্তির সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।  এই ব্যাপারে স্বপন ঘোষ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছেন এবং আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর