শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

নীলফামারীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রক্তদান কর্মসূচী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৭৩ সময় দেখুন

সেলিম রেজা-নীলফামারী, ২৭অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): নীলফামারীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সাথে দেশের মানুষের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যেই যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। জনমুখী রাজনীতিক দল গড়ে তুলতেই আগামীতে এমন জনসেবা মূলক কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান বক্তারা।

এসময় সাবেক ছাত্রনেতা রেদওয়ানুল হক বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ, সদস্য সচিব আবু সাঈদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মীর সাঈদ আল মেহেদী, লুৎফর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর