শাকিল আহমেদ–কালিয়াকৈর, ১২ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সোনাখালি এলাকায় চলন্ত ট্রেনে ছিনতায়ের ঘটনা ঘটেছে। ছিনতায়কারীদের বাধা দিলে এক যুবককে ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যা করেছে একদল ছিনতায়কারী। ছিনতায়কারীদের বাধা দিতে গিয়ে অপর যাত্রী আহত হন। এ সময় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে লাশটিও উদ্ধার করে বাংলাদেশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও আহত ব্যক্তির সূত্রে জানা যায়, ঢাকা কমলাপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি যখন কালিয়াকৈর সোনাখালি এলাকায় প্রবেশ করে ,তখন একদল ছিনতাইকারী তাদের আক্রমণ করে। ছাদে এসময় অনেক যাত্রী ছিল।
ছিনতায়কারীরা এ সময় যাত্রীদের মোবাইল, টাকা, সাথে থাকা ব্যাগ ও বিভিন্ন জিনিস নিয়ে যায়।
Leave a Reply