শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭৮ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৫ অক্টোবর  ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলের রাতভর হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১২৭ শিশু এবং ২৬১ জন মহিলাসহ সারা দেশে ২০০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

 

এদিকে হামাস বলেছে, অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে শরণার্থী শিবিরে গতকালের ইসরায়েলি জেট ফাইটার হামলায় নিহতদের মধ্যে গোষ্ঠীটির কমান্ডারও রয়েছেন। ওই হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়।

 

যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় ১৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈরুত সফরকালে ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের ওপর হামলা চালালে তেহরানের প্রতিশোধ আগের চেয়ে শক্তিশালী হবে।

 

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১ হাজার ৮০২ জন নিহত এবং ৯৬ হাজার ৮৪৪ জন আহত হয়েছে। ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় কমপক্ষে ১১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি লোককে বন্দি করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর