শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

জয়পুরহাটের কালাইয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

সুকমল চন্দ্র বর্মন-কালাই (জয়পুরহাট)
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১০৭ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মনকালাই (জয়পুরহাট), ০৪ অক্টোবর  ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়নে তৃর্ষাপাড়ায় গ্রামবাসীর দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৬ জন৷ শুক্রবার ৪ অক্টোবর দুপুর বারোটা নাগাদ এ ঘটনা ঘটে। ঘটনানায় এক পক্ষের ৪ জন আহত হন অন্য পক্ষের ২ জন আহত হন।

 

আহতরা হলেন বিএনপির তৃর্ষাপাড়ার গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে মোঃ আব্দুল হান্নান তিনি কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এঘটনায় তার স্ত্রী মোরশেদা খাতুন ও আহত হন এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। অপর পক্ষ তৃর্ষাপাড়ার গ্রামের মৃত আঃ করিম মোল্লার ছেলে মোঃ আবুবক্কর সিদ্দিক তার ভাই মোঃ বাবলু মোল্লা ও বোন মঞ্জুয়ারা আহত হন এবং তাদের চাচাত ভাই মোঃ সাত্তার মোল্লার ছেলে নূর ইসলাম আহত হন৷

 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আহত আব্দুল হান্নান বলেন প্রতিপক্ষ তার ছেলেকে বলেন তোর বাবার পা আজ হলে ও কেটে নিব কাল হলেও কেটে নিব তার ছেলে প্রতিবাদ করলে তাকে মার ধর করে৷ আমি ছেলেকে আগাইতে আসলে আমাকেও মেরে আহত করেন।

 

অপর পক্ষের আহত মঞ্জুয়ারা বেগম বলেন আমি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাবার পথে আমার সম্পর্কে চাচা হচ্ছে তিনি পূর্বে উপজেলা ভোটের একটি বিষয়ে নিয়ে কথা বলতে শুরু করেন হঠাত হান্নানের ছেলে অতর্কিত গালিগালাজ করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমার চাচাত ভাই প্রতিবাদ করেন তাকে চর থাপ্পর মারেন তখন হান্নান বাসা থেকে চাইনিজ কুড়াল ও ফাঁচা নিয়ে আসে। এ সময় দুপক্ষের সংঘর্ষ হয়। পরে তারা সেখন থেকে চলে যায়।

 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন বলেন এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ হয় নি অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর