শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

ক্ষেতলালে দুর্বৃত্তের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য মারা গেলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৮৭ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন-কালাই (জয়পুরহাট), ০৩ অক্টোবর   ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আলমপুর ইউনিয়ন ৯নং নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য  আব্দুল মতিন গত ৩১সেপ্টেম্বর দিবাগত রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা আহত ইউপি সদস্য আব্দুল মতিন কে  উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসা নেওয়ার পর বাড়িতে ফিরে আসার ৩৩ দিন এর মাথায় তার অবস্থার অবনতি হওয়ায় গত ২ আগস্ট সে আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে গত বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য আব্দুল মতিন এর মৃত্যু হয়।

জানা গেছে, গত ৩১ শে আগস্ট শনিবার আনুমানিক রাত ১২টার সময় বাড়ি ফেরার পথে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড়-মধুপুকুর বাজার রাস্তার পার্শ্বে একটি ব্রীজের নিকট এসে পৌছে। এ সময় ওঁত পেতে থাকা কতিপয় দুষ্কৃতিকারীরা তার উপরে হামলা চালায়। এতে আব্দুল মতিন গুরুতর আহত হয়। আব্দুল মতিন উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড সদস্য।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইউপি সদস্য আব্দুল মতিন গত ৩১ আগস্ট  শনিবার রাতে বানিয়াচাপড় থেকে নিজ বাড়ি মধুপুকুর বাজারে ফেরার পথে ব্রীজে পৌঁছা মাত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুপচাঁচিয়া ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

আহত ইউপি সদস্য আব্দুল মতিনের ছোট ভাই নুর আলম বলেন, আমার ভাইয়ের দুই পা ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করা হয়েছে। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত ও ফুলা জখম দেখা গেছে। দীর্ঘ ৩৩ দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল সন্ধ্যায় আমার ভাই মারা গেছে। যারা এই হত্যার সাথে জড়িত তাদের আমরা বিচার চাই।

 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। বলেন, এ ঘটনায় গত ৩১ আগষ্ট রাতে ইউপি সদস্য আব্দুল মতিন দুর্বৃত্তদের হামলায় জখম হলে ওই রাতেই তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে ৩ দিন পর বাড়িতে ফিরে আসেন। ঘটনার ৩৩ দিন পর গত ২ আগষ্ট সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে মারা যায়। এ ঘটনায় গত ২২ আগষ্ট ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে । এছাড়া অজ্ঞাত আরো অনেকের নাম রয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর