শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

সাবেক এমপি সালাম মুর্শেদী ২ দিনের রিমান্ডে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৮৯ সময় দেখুন

ঢাকা, ০২ অক্টোবর  ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  একটি হত্যা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

 

দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ রিমান্ডের আদেশ দেন। রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া পোশাককর্মী রুবেল হত্যার ঘটনায় এই মামলা দায়ের করা হয়।

 

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পোশাককর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গত ২২ আগস্ট আদাবর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসানসহ ১৫৬ জন আসামি রয়েছেন। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বলা হয়, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর