ঢাকা, ০১ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর জিগাতলায় এক কিশোর নিহতের ঘটনায় হওয়া হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
আজ সকালে গুলশান থেকে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply