সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচ থানার ওসি একসঙ্গে বদলি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮৮ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মনকালাই (জয়পুরহাট), ০১ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাট জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে বদলি করা হয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এরআগে গতকাল রোববার পুলিশ সদর দপ্তর ম্যানেজমেন্ট-২ শাখার অ্যাডিশনাল আইজি আবু হাসান মুহাম্মদ তারিক (বিপিএম) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁদের পাঁচজনসহ সারা দেশের বিভিন্ন জেলার মোট ৬৩ জন ওসিকে বদলির করা হয়। আগামী ২ অক্টোবরের তাঁদের বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 

জয়পুরহাটের পাঁচ থানার বদলি ওসিরা হলেন- জয়পুরহাট থানার ওসি হুমায়ূন কবির, পাঁচবিবি থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান, কালাই থানার ওসি ওয়াসিম আল বারী, ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন ও আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর এই প্রথম একযোগে পাঁচটি থানার ওসি পদে বদলি করা হয়েছে। তবে পাঁচ থানার ওসি পদে নতুন কাউকে পদায়ন করা হয়নি।

 

বদলির আদেশে জয়পুরহাট থানার ওসি হুমায়ূন কবিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), পাঁচবিবি থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসানকে রেলওয়ে রেঞ্জে, কালাই থানার ওসি ওয়াসিম আল বারীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন ও আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেনকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইউনিটে বদলি করা হয়েছে।

 

জয়পুরহাটের এসপি মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, পুলিশ সদর দপ্তর পাঁচ থানার ওসিদের বদলি করেছে। এটি পুলিশের রুটিন বদলি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর