বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ‘পিটিয়ে হত্যা’ তদন্তে কমিটি : সন্ধ্যা ৬টার মধ্যে রিপোর্ট জমা দিতে অনুরোধ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ সময় দেখুন

​​​​​ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে বুধবার রাতে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হল প্রশাসন। আজ বৃহস্পতিবার হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুম সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

 

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে হলটির আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে। কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, ড. এম এম তৌহিদল ইসলাম ও সহকারী প্রক্টর এ. কে. এম. নূর আলম সিদ্দিকী।

 

আরেক বিজ্ঞপ্তিতে এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের দুপুর ১২টায় হল অফিসে উপস্থিত হয়ে তদন্ত কমিটিকে সহায়তা করতে অনুরোধ জানানো হয়েছে।

 

বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জল নামে একজনকে আটকের পর গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা। একপর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর পুনরায় মারধর করা হয় বলে জানান শিক্ষার্থীরা।

 

নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটার কাঠালতলি ইউনিয়নে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর