আশরাফুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি-রাজবাড়ী, ২৪ জানুয়ারী ২০২২ইং (ঢাকা টিভি রিপোর্ট): “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে গরীব,অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ভিজিডি কার্ডের মাধ্যমে চাউল বিতরন কর্মসূচির উদ্বোধন করেছেন নবাবপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বাদশা আলমগীর। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নবাবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চাউল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন কালে বাদশা আলমগীর বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, ভিশন-২০৪১ বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধা জননেতা জিল্লুল হাকিম এমপির সার্বিক দিক-নির্দেশনায় নবাবপুর ইউনিয়নকে আমি ক্ষুধা, দারিদ্র্য মুক্ত, স্বনির্ভর, ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান চাঁদ, আব্দুল কুদ্দুস, আবু তালেব,পলাশ কর, সংরক্ষিত মহিলা সদস্য আছমা বেগম প্রমূখ।
Leave a Reply