ঢাকা, ২২ জানুয়ারী ২০২২ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-শতবর্ষে মুজিব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট কৃষি লেখক ড. সরকার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা. বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – দৈনিক বাংলাদেশের খবরের সম্পাদক এবং বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় লিডারশীপ এ্যাওয়ার্ড প্রাপ্ত সাবেক ছাত্রনেতা ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি এবং লালন গবেষণা একাডেমীর চেয়ারম্যান. বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, ডেপুটি এটর্নী জেনারেল বাংলাদেশ এ্যাড. মো. নজরুল ইসলাম, বাংলাদেশ তাঁতী লীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. এনাজুর রহমান চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল, বীর মুক্তিযোদ্ধা মেজর অব. ওয়াসিউজ্জামান লেলিন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সন্মানিত সদস্য মো. মামুন মল্লিক ও আবদুল কাদের প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক. সাবেক ছাত্রনেতা. গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম।
সেমিনারের শুরুতে বক্তব্য রাখেন-বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা বিভাগ, ঢাকা মহানগর, ঢাকা জেলা, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জেলা, সিরাজগন্জ জেলা, পাবনা জেলা, নারায়নগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা, গাজীপুর জেলা, বাংলাদেশ বেতার প্রাতিষ্ঠানিক ইউনিট কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply