ঢাকা, ০২ জানুয়ারী ২০২২ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি ও অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ এর চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম নাজিমউদ্দীন আল-আজাদ বলেছেন, অনিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে বাইরে রেখে রাষ্ট্রপতির চলমান সংলাপ সফল হবে না। অনতিবিলম্বে অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রপতির আহুত সংলাপে ডাকুন।
তিনি আরো বলেন , প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নিবন্ধিত অনিবন্ধিত প্রায় সকল দলের সাথেই সম্মান ও সৌজন্যতার সাথে সংলাপ করে দেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন। কিন্ত পরিতাপের বিষয় হলো যে, সার্বজনীনভাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সেই সংলাপকে কাজে লাগানো যায়নি। তবুও আমরা আশাবাদি এজন্য যে, শহীদের রক্তমাখা বাংলাদেশে গণতন্ত্র হেরে যেতে পারে না, হেরে যাবেও না।
আজকের এই মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক, পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংহতি মঞ্চের সদস্য সচিব অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ডা.মাসুদ হোসেন, দেশপ্রেসিব রিপাবলিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম,বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ফজলুর রহমান আমিনী, বাংলাদেশ গণসংস্কৃতি দল-বাগসদ সভাপতি ও অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদের কো-চেয়ারম্যান সরদার শাম্স আল-মামুন (চাষী মামুন), বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, গণআজাদী লীগের মহাসচিব আতাউল্লহ খান, নেজামে ইসলাম পার্টির অর্থ সচিব মাওলানা মুমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন হিরা, দেলোয়ার হোসেন, ও আবুল কাসেম মজুমদার প্রমুখ।
Leave a Reply