হবিগঞ্জ এসোসিয়েশন ঢাকা এর কমিটি প্রকাশিত হল। সামাজিক মাধ্যমে একটি কমিটি নিয়ে আলোচনা হওয়া পর নির্বাচন কমিশন বিব্রত প্রকাশ করে। তাই হবিগঞ্জের সকল মুরুব্বিদের নিয়ে আলোচনা করে সকলের সম্মতিক্রমে নির্বাচন কমিশন হবিগঞ্জ এসোসিয়েশন ঢাকা এর কমিটি প্রকাশ করেন।
উপদেষ্টা : ডাঃ সি এম দিলওয়ার রানা, প্রফেসর ডাঃ কামরুল হাসান তরফদার,
সভাপতি- মাহবুবুল আলম মালু, সহ-সভাপতি- সেলিম চৌধুরী (মাধব পুর), সাধারণ সম্পাদক – ইবনে জামান শামসু, যুগ্না সাধারণ সম্পাদক- সেলিম চৌধুরী (বারডেম হাসপাতাল), যুগ্না সাধারণ সম্পাদক- নেওয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক- সিরাজুল ইসলাম বাচ্চু, কোষাধ্যক্ষ- জিতেশ অধিকারী,
নির্বাচন কমিশন কর্তৃক এ কমিটি প্রকাশ করা হয়। বাকী পদ গুলো পরবর্তীতে প্রকাশ করা হবে।
Leave a Reply