গেল মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দেন স্ট্রাইকার রোমেলু লুকাকু। ইন্টারে যোগ দিয়ে নিজের কারিশমা অব্যাহত রেখেছেন তিনি। সদ্য শেষ হওয়া সিরি ‘আ’ লিগে ৩৬ ম্যাচে ২৩ গোল করেন।
লিগ শেষে ইউরোপাতেও ফর্ম অব্যাহত রেখেছেন লুকাকু। গত রাতে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-১ ব্যাবধানের জয়ে এক গোল ছিল তার। এই এক গোলেই রেকর্ড বইয়ে দুই জায়গায় নাম লেখান লুকাকু।
ইউরোপা লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন লুকাকু। এর আগে ২০০৫ সালে নিউক্যাসল ইউনাইটেডের অ্যালেন শিয়েরা টানা ৮ ম্যাচে গোল করেছিলেন। শিয়েরার সেই রেকর্ড ভেঙ্গে নয়া ইতিহাসের জন্ম দেন লুকাকু।
Leave a Reply