গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৭১ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৯৬ জন। আর বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৩৫ জন সুস্থ হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯৯৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জনে। আর নতুন করে মারা যাওয়া ৩৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪৭১ জনে দাঁড়াল। আর সুস্থ রোগীর মোট সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫১ হাজার ৯৭২ জনে।
Leave a Reply