আজ মঙ্গলবার দুপুরে টেকনাফের মারিশ বুনিয়া এলাকা থেকে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ। তারা সিনহা রাশেদ হত্যায় পুলিশের করা মামলার সাক্ষী ছিলেন। আজ বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
গ্রেপ্তারের পরপরই তিনজনকে আদালতে উপস্থাপন করা হয়েছে এবং দশ দিনের রিমান্ড আবেদন করেছে র্যাব।
আশিক বিল্লাহ বলেন, ‘আজ দুপুরের টেকনাফের মারিশ বুনিয়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সিনহা রাশেদ হত্যার ঘটনা পুলিশের মামলার সাক্ষী ছিলেন। তাদেরকে কক্সবাজার আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।’
Leave a Reply