রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

করোনায় আক্রান্তে শীর্ষে রয়েছে ঢাকা, আর সবচেয়ে কম মেহেরপুরে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ২৭৬ সময় দেখুন

দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তবে অন্যান্য সব এলাকাকে সংক্রমণে ছাড়িয়ে গেছে ঢাকা জেলা। দেশে করোনা শনাক্ত হওয়া ২ লাখ ৫৭ হাজার ৬০০ জনের মধ্যে শুধু ঢাকাতেই করোনাভাইরাসে আক্রান্ত ৭০ হাজার মানুষ। তার মধ্যে ঢাকা মহানগরীতে আক্রান্ত ৬৬ হাজার।

অন্যদিকে বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সব থেকে কম আক্রান্ত হয়েছে মেহেরপুর জেলায়। এখন পর্যন্ত এই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৬ জন।

রবিবার পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৯৯ জন প্রাণ হারালেন। মোট ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।

এরপরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের বাসিন্দারা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার মানুষ। আক্রান্তের তালিকায় এরপরে নারায়ণগঞ্জে ৬ হাজার ৩৩ জন, কুমিল্লায় ৫ হাজার ৮২৩ জন, ফরিদপুর জেলায় ৫ হাজার ২৮৮ জন।

আক্রান্তের কম সংখ্যার দিক থেকে মেহেরপুরের পরে রয়েছে পঞ্চগড়ের অবস্থান। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৩৪৫ জন। এরপর লালমনিরহাটে আক্রান্ত হয়েছেন ৪১৯ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর