শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯১টি কম্পিউটার চুরি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ২১৫ সময় দেখুন

করোনা সংক্রমণের মধ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) গ্রন্থাগার থেকে ৯১টি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে কবে এই চুরির ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করে বলতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যদিও বিশ্ববিদ্যালয়ে চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগে আরও দুবার চুরির ঘটনা ঘটেছিল। একটি ঘটনায় মামলা হলেও কোনো আসামিকে শনাক্ত করা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নূরউদ্দিন আহমেদ জানিয়েছেন, ছুটি শেষে আজ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার পর বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত হয়। এসময় দেখা যায় লাইব্রেরির পেছনের দিকের জানালা ভেঙে কম্পিউটারগুলো চুরি হয়। লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে মোট ৯১টি কম্পিউটার চুরি হয়েছে।

চুরির ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন নূরউদ্দিন আহমেদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর