আজ রোববার মহাখালী ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি’র নিজেস্ব কোন হাসপাতাল নেই। ঢাকা সিটি করপোরেশন যখন দুই ভাগ হয়, তখন তিনটি হাসপাতালই দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পড়ে। এজন্য বর্তমানে করোনা আইসোলেশন সেন্টার হিসাবে ব্যবহৃত মহাখালীস্থ ডিএনসিসি মার্কেটকে ৫০০ শয্যার আরবান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা করা হচ্ছে।
মেয়র বলেন, ৭ দশমিক ১৭ একর জমির উপর প্রতিষ্ঠিত এই মার্কেটটির আয়তন ১ লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট। যেহেতু ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোন ধরনের আরবান হাসপাতাল নেই। এটিকে কিভাবে আরবান হাসপাতালে রুপান্তর করা যায়, আমরা তার পরিকল্পনা করছি। তিনি বলেন, মহাখালী ডিএনসিসি মার্কেটকে আমরা যদি আরবান হাসপাতালে রূপান্তর করতে পারি, তাহলে নগরবাসীর জন্য অনেক সুবিধা হবে।
Leave a Reply