শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

সিনহার হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে : বলেছেন, মাহবুব উল আলম হানিফ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ১৭৯ সময় দেখুন

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজের সামনে নব নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যই বিব্রত। এই ঘটনায় সরকারও বিব্রত, কষ্ট পেয়েছে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। মেজর সিনহা হত্যায় দোষী প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

দেশের স্বাস্থ্যখাতে যে অবব্যবস্থাপনা এটি দীর্ঘদিনের ফল এমন মন্তব্য করে হানিফ বলেন, শেখ হাসিনার সরকার এই সব অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দুর্নীতি বিরোধী এই মুহূর্তের অভিযানের বিরুদ্ধে কথা বলা মানেই বিএনপি দুর্নীতিকে উৎসাহ দিচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর