গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আনোয়ার আলী (৭৫) ও তার ছেলে পারভেজ আনোয়ারসহ জেলায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আসা জেলার ১৮৯টি নমুনা পরীক্ষার রিপোর্টে ৫৮ জনের করোনা পজিটিভ আসে।
মেয়রের পরিবার জানায়, শুক্রবার মেয়র আনোয়ার আলীরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এর আগে জ্বরসহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে গত বুধবার তিনি ও তার ছেলে নমুনা পরীক্ষা করাতে দেন। পরীক্ষায় দু’জনেরই করোনা পজেটিভ আসে।
প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ১ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ২৯৪ জন।
Leave a Reply