করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিমের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. নজরুল ইসলাম চৌধুরী। আজ মঙ্গলবার সকালে চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বিষয়টি জানান।
তিনি জানান, ডা. নজরুল ইসলাম চৌধুরী দীর্ঘসময় ক্যান্সার ও ক্যান্সার সৃষ্ট জটিলতায় ভুগছিলেন। কোরবানির ঈদের আগে তিনি করোনা শনাক্ত হন। এরপর শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় রবিবার তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানেই তার মৃত্যু ঘটে। চট্টগ্রামে এ পর্যন্ত ১২ জন চিকিৎসক করোনায় মারা গেছেন।।
Leave a Reply