শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

ছুটি শেষে আজ অফিস খুললেও উপস্থিতি অনেকটা কম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ১১৪ সময় দেখুন

ঈদের তিন দিনের ছুটি শেষে আজ সোমবার খুলেছে সচিবালয়, ব্যাংক-বীমা ও অফিস-আদালত। তবে প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ সচিবালয়সহ অধিকাংশ সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অন্যান্য কর্মদিবসের তুলনায় অনেকটা কম। অর্থাৎ সচিবালয়ে এখনো চলছে ঈদের আমেজ।

ছুটির পর প্রথম কর্মদিবসে বিভিন্ন সরকারি কার্যালয়ে কর্মচাঞ্চল্য অনেকটা কম দেখা গেছে। যারা কাজে ফিরেছেন তারা দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পরস্পর ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।

তবে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় ছিল কিছুটা বেশি। ঈদের কারণে উপস্থিতি কম বলে জানান অনেকে। দু-একদিনের মধ্যেই সবাই অফিসে আসবেন বলে অনেকে জানিয়েছেন।

সরকারের নির্দেশনায় ঈদুল আজহার ছুটিকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। অন্যদিকে গার্মেন্টস কর্মীদেরও ঢাকায় থাকার নির্দেশনা ছিল। ফলে তারাও এবার ঈদ করতে গ্রামের বাড়ি যেতে পারেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর